দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বরিশাল পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সার্কিট হাউসে অল্প সময় বিশ্রামের পর জনসভার মঞ্চে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছানোর পর  স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এর আগে ঢাকা থেকে সড়ক পথে শুক্রবার (২৯শে ডিসেম্বর) দুপুরে বরিশালে এসে পৌঁছান তিনি। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর বরিশাল সফরে গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

এর আগে দুপুর ১টায় সার্কিট হাউজে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেলে জনসভায় যোগ দেন তিনি।

এদিকে আওয়ামী লীগ সভাপতির সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। শেখ হাসিনার নির্বাচনী সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে নৌকার আদলে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সকাল থেকেই বঙ্গবন্ধু উদ্যানে  আসতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। নানা রঙের শাড়ি, রঙিন ক্যাপ-পোশাক পরে মাঠে আসেন তারা।