বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার (৫ই নভেম্বর)। পরিবহন, লঞ্চ ধর্মঘট ও নানা বাধা বিপত্তির মাঝে আজ বিকেলে বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণ সমাবেশ। এতে যোগ দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ সফল করতে দুই দিন আগে থেকেই বরিশালে অবস্থান নিয়েছেন কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী। শনিবার সকালেও পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন।

এদিকে, বরিশাল বিভাগে চলা পরিবহন ধর্মঘটের কারণে সমাবেশে যোগ দিতে বিকল্প উপায়ে আসতে হচ্ছে। যাত্রাপথে ঝামেলা এড়াতে অনেকেই শুক্রবার উপস্থিত হন বঙ্গবন্ধু উদ্যানে। অভিযোগ রয়েছে বাধা দেওয়ারও।

সময় যত গড়াচ্ছে উপস্থিতি ততই বাড়ছে। সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে দেখা যায় উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশপথ দিয়ে একের পর মিছিল ঢুকছে।

এদিকে সমাবেশ ঘিরে সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মহানগরের মোড়ে মোড়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে ‍পুলিশ। মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ‘আমরা আমাদের নিয়মিত কাজ করছি।’

শুক্রবার সুর্যাস্তের আগেই হাজার হাজার নেতাকর্মীর শ্লোগানে মুখরিত হয় সমাবেশস্থ ও সংলগ্ন এলাকা। আগত নেতাকর্মীদের মধ্যে নারীরাও রয়েছেন। বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীদের একের পর এক মিছিল প্রবেশ করে সমাবেশ মাঠে। ব্যানার-ফেস্টুনের পাশাপাশি দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবিসহ স্থানীয় নেতাদের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে মিছিল নিয়ে আসছেন তারা। সবমিলিয়ে এক উৎসবের আমেজ বিরাজ করছে বঙ্গবন্ধু উদ্যানে।