বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রতাহারের শেষ দিনে দুপুর পর্যন্ত ২১জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রতাহার করেছেন। প্রত্যাহারকারীদের মধ্যে মেয়র বা সংরক্ষিত আসনের কেউ নেই। যারা প্রত্যাহার করেছেন তারা সকলেই কাউন্সিলর প্রার্থী। সবশেষ হিসাব অনুযায়ী আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৬৫ প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ন হতে যাচ্ছেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মিডিয়া সমন্বয়ক মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সিদ্ধান্ত মেনে মেনে আজ সকালে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মহানগর বিএনপি নেতা আ ন ম সাইফুল ইসলাম আজিম ও মাঈনুল হক। এদিকে, আপিল করে মেয়র পদে আরো এক প্রার্থী তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান। আগামীকাল শুক্রবার সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।