‘সড়ক কার, আমাদের’; ‘কট্টর ডানপন্থীদের রুখে দিন’। যুক্তরাজ্যের রাস্তায় রাস্তায় হঠাৎই এসব স্লোগান শোনা গেল। মূলত উগ্র ডানপন্থীদের রুখে দিতেই এসব স্লোগান। আর এই ডানপন্থার বাতাবরণ থামিয়ে দিতে বুধবার যুক্তরাজ্যের অধিকাংশ শহরে বিক্ষোভ করে সাধারণ মানুষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ জুলাই সাউথপোর্ট শহরে এক সহিংস হামলায় তিন শিশু নিহত হয়। এ হামলার জের ধরে ওই এলাকায় সহিংস সংঘর্ষ শুরু হয়। উগ্র ডানপন্থী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের সমর্থকেরা এ সহিংসতার সাথে জড়িত বলে দাবি করে পুলিশ। অভিবাসীদের বিরুদ্ধেও খেপেছে ডানপন্থীরা। একই সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। দেশটির বিভিন্ন মসজিদে এবং অভিবাসীদের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।
এইসব সহিংস ঘটনার প্রতিবাদে মূলত বিক্ষোভ শুরু হয়েছে। অভিবাসীদের পক্ষে অবস্থান নিয়ে রাস্তায় নেমে এসেছেন ব্রিটিশরাও। লন্ডন, বার্মিংহাম, ব্রিস্টল, লিভারপুল, নিউক্যাসেলসহ বড় বড় শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ হচ্ছে। পুলিশের তথ্য অনুসারে, বার্মিংহামে অভিবাসনপ্রত্যাশীদের একটি সহায়তাকেন্দ্রে বর্ণবাদবিরোধী শত শত বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। আর ব্রাইটনে প্রায় ২ হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দেন। তবে কিছু কিছু শহরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিক্ষোভ সামাল দিতে ৬ হাজার পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে বিক্ষোভ শুরুর পর এ নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, তাঁর দেশে বর্ণবাদের কোনো জায়গা নেই।