রাজধানী ঢাকায় আজ শুক্রবার (১২ জুলাই) সকাল থেকে মুষলধারে ভারী বৃষ্টি হচ্ছে। এতে পানি জমতে শুরু করেছে বিভিন্ন অলিগলি থেকে শুরু করে সড়কেও। এতে রাজধানীর প্রায় সব এলাকার রাস্তায় পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি। বলতে গেলে ঢাকা এখন বৃষ্টির পানিতে টইটুম্বুর। ঢাকার রাস্তাগুলোতে এখন হাঁটু পানি জমায় বিপাকে পড়েছে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মিরপুর, গাবতলী, সনি সিনেমা হল, ফার্মগেট, কলাবাগান, গ্রীন রোড, সোবহানবাগ, ধানমন্ডি, মতিঝিল, ফকিরাপুল, খিলগাঁও রেলগেট, রাজার বাগ, শান্তিনগর, মগবাজার, হাজারীবাগ, পুরান ঢাকা, যাত্রাবাড়ী, কদমতলী ও শনিরআখড়া এলাকার সড়ক পানিতে ডুবে গেছে। তবে মতিঝিল, পল্টন, ফকিরাপুল, দৈনিক বাংলা, রাজারবাগ এলাকার অবস্থা একটু বেশি খারাপ। এসব এলাকায় পানি বাড়তেই আছে। রাস্তাগুলো ডুবে যাচ্ছে। সড়কে যানবাহন নেই, শুধু পানি আর পানি।
অপরদিকে অন্য সময়গুলোতে সদরঘাটের লক্ষীবাজার এলাকা পানিতে তেমন ডুবে না। কিন্তু আজকের বৃষ্টি সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এ এলাকার প্রতিটি রাস্তায় পানি জমেছে। মিন্টু রহমান নামে সেই এলাকার বাসিন্দা জানান, তার বাসার সামনের রাস্তায় পানি জমেছে। মানুষ পানির মধ্য দিয়ে হাঁটাচলা করছে। তিনি আরও জানান, পুরান ঢাকার বংশাল, চকবাজার থেকে শুরু করে বাকি এলাকায় পানিতে একাকার হয়ে গেছে।
খোঁজ আরো জানা গেছে, এখন পর্যন্ত রাস্তার সড়কগুলোতে অল্প কিছু বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যা কম। ঢাকার রাস্তাগুলো আজ প্রায় পানিতে ভরপুর। অনেকে বিষয়টি কি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দিচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে। বঙ্গোপসাগর থেকে দেশের উপকূল দিয়ে প্রবেশ করছে প্রচুর মেঘ। সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় মেঘ বাধা পেয়ে বৃষ্টি বেড়েছে।
এদিকে, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা রোববার (১৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।