চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ জাকির হোসেন নামে একজনকে আটক করেছে র্যাব। আজ বুধবার (৩১শে আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
নুরুল আবছার জানান, বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে কারখানাটিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়। এসময় আটক করা হয় অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেনকে। এ ব্যাপারে চান্দগাঁও ক্যাম্পে দুপুরে ব্রিফং করা হবে। সেখানে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।