বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীএবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলা ভাষাকে অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা হিসেবে বর্ণনা করে আবারও জাতিসংঘের কাছে একুশের শহীদ মিনার থেকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবি জানান তিনি। সোমবার দিবাগত রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আজকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে যে শক্তি এই শক্তিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে সাম্প্রদায়িক অশুভ শক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ রুখতে এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের অঙ্গিকার।’

এর আগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।