প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাতৃভাষা বাংলাকে যথাযথভাবে শেখার পাশাপাশি অন্য ভাষা শিখে তা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আজ (মঙ্গলবার) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ আয়োজনে উপস্থিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধি। অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন- ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, অধ্যাপক ড. প্রদীপ সরকার।
মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে অনন্য অবদান রাখায় ২ জনকে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক এবং ২জনকে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিশুরা নিজ নিজ মাতৃভাষায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরে চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দেশের এবং বিশ্বের সকল ভাষাভাষীদের অমর একুশের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আআন্দোলন মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে পাকিস্তানিরা সব সময় চেষ্টা করেছিল।
শেখ হাসিনা বলেন, নিজের ভাষা না শিখে অন্য ভাষা শেখায় কোন গৌরব নেই। নিজের মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
বিশ্বের বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে গুরুত্বারোপ করে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় দায়িত্ব বেড়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব ভাষাকেই সমান গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের দ্বিতীয় তলায় ভাষা জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।