নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে হেসে-খেলে ম্যাচ জিতলো ভারত নারী ক্রিকেট দল। কোন উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। এই জয়ে নারী এশিয়া কাপের ফাইনালে উঠে গেলো ভারত।

আগে ব্যাট করতে নেমে ভারতীয় নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। সেই লক্ষ্য তাড়া করতে ৫৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ভারতীয় দুই ওপেনার। আর ১০ উইকেটের এই বিশাল জয়ে নারী এশিয়া কাপের ফাইনালে ওঠে হারমানপ্রিত কৌরের দল।

শুক্রবার (২৬শে জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ৮১ রানের লক্ষ্যে মাঠে নেমে ভারতের দুই ওপেনার বিধ্বংসী রূপে দেখা দেন। বাংলাদেশের বোলাররা তাদের কোন পরীক্ষাতেই ফেলতে পারেননি। নিতে পারেনি একটিও উইকেট। শেফালি ভার্মা ২৮ বল খেলে ২৬ রান করেন এবং ৩৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন স্মৃতি মান্দানা। তাদের ইনিংসে ভর করে ৯ ওভার বাকি থাকতেই জিতে যায় ভারত।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাট নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮০ রান।

ভারতের বিপক্ষে বাংলাদেশের নারী  দলের রেকর্ড বরাবরই খারাপ। আজও তাঁর ব্যাতিক্রম হয়নি। ভারতীয় বোলারদের বিপক্ষে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের নারীদের ব্যাটিং। অধিনায়ক নিগার সুলতানা এবং স্বর্ণা আক্তার ছাড়া কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ৫১ বল খেলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন নিগার সুলতানা। অন্যদিকে, ১৮ বল খেলে ১৯ রান করেন স্বর্ণা।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন রেনুকা সিং এবং রাধা যাদব। আর একটি করে উইকেট লাভ করেন পূজা এবং দ্বিপ্তী শর্মা।