কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়া জেলে থেকেও রাজনীতি করতে পারবেন। তবে নির্বাচন করতে পারবেন কিনা সে সিদ্ধান্ত দেবে কমিশন।

আজ (বুধবার) সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি তার সাথে সৌজন্য সাক্ষাত করেন।

পরে সাংবাদিকদের মন্ত্রী  এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। আব্দুর রাজ্জাক জানান, বাংলাদেশকে  কৃষিখাতে প্রযুক্তিগত সহায়তা দেবে জাপান। সে দেশে আম ও সবজি রপ্তানীর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।