মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র বলছে, প্রদীপ বৈদ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার রাতে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

শরীফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক দুরুদ জানান, প্রদীপ বৈদ্য বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এবং তার লাশ এখন তাদের হেফাজতে রয়েছে—এটা আমরা নিশ্চিত হয়েছি।

এ বিষয়ে শ্রীমঙ্গলের ৪৬ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ মিসিং কিংবা আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। বিএসএফের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।