যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বোস্টন ও কেমব্রিজের প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় সোমবার দুপুরে কেমব্রিজ সিটি হলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হত্যাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রবাসীরা। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন স্থানীয় বাংলাদেশিরা।একই সাথে তারা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট নগর কর্র্তৃপক্ষের কাছে দাবি জানান। এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড-বিএএনই।
গত বুধবার গুলিবিদ্ধ অবস্থায় ফয়সালকে অ্যাম্বুলেন্সে করে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় তিনি মারা যান। ঘটনার পর কেমব্রিজ পুলিশ জানায়, জরুরি নম্বরে ফোন পেয়ে ওই এলাকায় গিয়ে ধারালো অস্ত্র হাতে ফয়সালকে ঘোরাফেরা করতে দেখেন তারা। এসময় তাকে নিবৃত্ত করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে গুলি চালান। কিন্তু পুলিশের এই বক্তব্য মানতে নারাজ প্রবাসী বাংলাদেশীরা।
স্থানীয় বাংলাদেশিরা জানালেন, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
ফয়সালের পরিবার জানিয়েছে, ফয়সালের বিরুদ্ধে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই। তবু পুলিশ চাইলে তাকে গ্রেফতার করতে পারতো। কিন্তু তা না করে তাকে হত্যা করা হয়েছে।
২০ বছর বয়সী ফয়সাল বাবা-মা’র একমাত্র সন্তান ছিলেন। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের এই শিক্ষার্থীর দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।