পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। এতে করে পাকিস্তান খেলবে সেমি-ফাইনালে। অ্যাডিলেইড ওভালে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাব দিতে নেমে ১১ বল আগেই লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১০ টায় অ্যাডিলেড ওভালে টসে জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

প্রথম দিকে কিছু রান আসলেও পরের ব্যাটাররা তেমন কিছুই করতে পারলেন না! প্রথমে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস নেমে খেলা ধরার চেষ্টা করলে ৮ বলে ১০ রান করে সজঘরে ফিরতে হয় লিটনকে। এরপর নাজমুল হোসেন শান্ত ৪৮ বলে ৫৪ রান করে দলের রান রেটটা কিছুটা এগিয়ে নিয়ে যায়। শান্ত আউট হয়ে গেলে সৌম্য সরকার নেমে ১৭ বলে ২০ রান করে আউট হয়ে যায়। তারপর একে একে আউট হতে থাকে খুব অল্প রান নিয়ে।

সাকিব আল হাসান প্রথম বলেই এলবিডাবিøও এর মুখে পরে যায়। রিভিউ চাইলেও তাতে সফল হতে পারেনি সাকিব। এরপর মোসাদ্দেক এবং তাসকিন আউট হয় ১১ বলে ৫ রান এবং ৫ বলে ১ রান  করে। তারপর নুরুল হাাসান ৩ বলে খেলে শূন্য রানে আউট হয়। শেষ মূহুর্তে আফিফ এবং নাসুম খেলাটি ধরার চেষ্টা করেন। এসময় নাসুম ৬ বলে ৭ রান কওে সাজঘরে ফিরে। আফিফ অপরাজিত থেকে ২০ বলে ২৪ রান করেন।

জবাবে পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামে মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক) ও বাবর আজম (অধিনায়ক)। শুরুতে তাসকিনের ওভারে একটা উইকেটের সুযোগ আসলেও বাংলাদেশ দলের উইকেট কিপার নাজমুল হাসান সোহান সেটা ধরতে পারেনি। এরপর পাকিস্তানের রিজওয়ান ও বাবরের জুটি ৩২ বলে ৩২ এবং ৩৩ বলে ২৫ রানে গিয়ে ভাঙ্গে। মোহাম্মাদ নেওয়াজ ১১ বলে ৪ রান করে রান আউট হয়ে যায়।

শেষ মূহুর্তে মেহাম্মাদ হারিস এবং শান মাসুদ পাকিস্তান দলকে এগিয়ে নিয়ে যায়, করেন ১৮ বলে ৩১ এবং ১৪ বলে ২৪ রান। এরপর শেষে ইফতেখার আহমেদ করেন ৩ বলে ১ রান।