তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারালো ইংল্যান্ড। ডেভিড মালানের দুর্দান্ত সেঞ্চুরিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতল ইংলিশরা। এরআগে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে টাইগাররা। তাদরে অল্প রানের পূজি নিয়ে জয়ের কাছে চলে গেলেও সেই সম্ভাবনা আর স্বপ্ন ধূলিস্যাৎ করে দিলেন ডেভিড মালান। ইংল্যান্ডের বাঁহাতি এই টপঅর্ডার বিপদের মুখে দাঁড়িয়ে হাঁকালেন লড়াকু এক সেঞ্চুরি। বলতে গেলে এক মালানের কাছেই হেরে গেলো বাংলাদেশ।
২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। সাকিব আল হাসানের ঘূর্ণিতে প্রথম ওভারেই আউট হন জেসন রয়। এরপর ফিল সল্ট ও জেমস ভিন্সকে ফেরান তাইজুল। জস বাটলার দলের হাল ধরতে গিয়েও ব্যর্থ হন। তাকে সাজঘরে ফেরান তাসকিন। আর উইল জ্যাকস ও মঈন আলীকে ফেরান মিরাজ। এতে বেশ চাপে পড়ে ইংলিশরা। কিছুক্ষণ পরেই ক্রিস ওকসকে আউট করেন তাইজুল ইসলাম। তবে ডেভিড মালানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম এবং ২টি উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ।
এর আগে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আজ বুধবার তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। লিটন দাসের পতন দিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। ৭ রানে তিনি বিদায় নেওয়ার পর তামিম উইকেট হারান ২৩ রান করে। শান্ত একপাশ আগলে রাখলেও অপরপ্রান্তে মুশফিকুর রহিম ১৬ ও সাকিব আল হাসান বিদায় নেন ৮ রান করে।
এরপর মাহমুদউলাহ এসে সঙ্গ দেন শান্তকে। থিতু হওয়া শান্ত ফিফটির দেখা পান ৬৭ বলে। মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটিও পঞ্চাশ ছাড়ায়। এরপর ব্রেকথ্রু আনেন আদিল রশিদ। শান্ত বিদায় নেন ৬ চারে ৫৮ রান করে। মাহমুদউলাহও আর থিতু হতে পারেননি বেশিক্ষণ। ৩১ রানে উইকেট হারান তিনি।
শেষে আফিফ হোসাইন ৯ মেহেদি হাসান মিরাজ ৭ রানে বিদায় নিলেও দলকে দুইশ পার করতে অবদান রাখেন তাসকিন আহমেদ। ১৮ বলে ১৪ রানের ইনিংস খেলে তিনি উইকেট হারান। তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ১০ রান করে। ইংলিশদের হয়ে কেবল ক্রিস ওকস ও উইল জ্যাকস এক উইকেট করে শিকার করেন। বাকি চার বোলার জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ পান জোড়া উইকেট।