দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতিতে ভারত ‘প্রতিবেশীসুলভ আচরণ’ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “বিএনপি যখন কোনো কোনো রাষ্ট্রের সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল, তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি মনে করি, সংসয় ও অবিশ্বাসের দেয়াল অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেঙে দিয়েছেন।
আজ (২৮ শে জানুয়ারি) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের একথা বলেন। ভারতের সাথে চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি আগামীতে দেশটির সহযোগিতার খাত নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে ভারত প্রতিবেশীর মত আচরণ করেছে, যা দরকার ছিলো।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকটসহ সরকারের সামনে থাকা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এই সংকট সমাধানে কাজ চলছে।