প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি শুধু মানুষ হত্যাই করেনি, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, স্বাধীনতার চেতনা নষ্ট করেছে। আজ রোববার (৭ই মে) লন্ডনে স্থানীয় সময় বিকেলে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা ইতিহাসে লেখা আছে। কিন্তু পরবর্তী সময়ে সে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে একে একে ধ্বংস করে দেয়া হয়। স্বাধীন বাংলাদেশ যেন কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে, স্বাধীন বাংলাদেশ কোনোভাবে এগিয়ে যেতে না পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে এটাই ছিল তাদের চক্রান্ত।
শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া একইভাবে ক্ষমতা দখল করেছিল। তাদের সময়ে দেশে দুর্নীতি, হত্যা জঙ্গিবাদ বেড়েছে। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। বাংলাদেশকে তারা ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। স্বাধীন বাংলাদেশ যেন বিশ্বে মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটাই ছিল সবচেয়ে বড় চক্রান্ত।
আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করার মাধ্যমে তারা প্রমাণ করেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত। জিয়াউর রহমান খুনি, খালেদা জিয়া খুনি, তার ছেলে খুনি। খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার শুরু করে। হাত কেটেছে, পা কেটেছে, তার অত্যাচারে আমাদের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, বিএনপির আমলে রেখে যাওয়া ৪০ হাজার টন খাদ্য ঘাটতি পূরণ করে দেশকে আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। গ্রামীণ সড়ক পাঁকা করেছি, দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছি।
তিনি বলেন, স্বাক্ষরতার হার আমরা ৪৫ শতাংশ থেকে ৬৫.৫ শতাংশে উন্নীত করেছি। দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছি।