বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক চায় বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

এর আগে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে তিনি বৈঠক করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের এই সচিব।

আজকের আলোচনা প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেন, আজকের আলোচনা আমাদের উভয়ের সম্পর্ক নিয়ে বোঝাপড়ার সুযোগ করে দিয়েছে এবং আমরা খোলামেলা ও গঠনমূলক মতামত বিনিময় করেছি। আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতা অব্যাহত না রাখার কোনো কারণ নেই। তাই, আজ আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের আগ্রহের কথা বলেছি।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, একইসঙ্গে আমরা সাম্প্রতিক ঘটনাবলি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে আমাদের ভাবনা জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনার ওপর হামলার দুঃখজনক ঘটনাগুলো নিয়েও আলোচনা করেছি। আমরা সামগ্রিকভাবে বাংলাদেশ সরকারের কাছে এসব বিষয়ে একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করি এবং আমরা উভয়ের সম্পর্ককে ইতিবাচক, দূরদর্শী ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকিয়ে আছি।

ক্ষমতার পালাবদলের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তাপের মধ্যেই ঢাকায় সফরে আসেন বিক্রম মিশ্রি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। তার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে যে শীতলতা বিরাজ করছে তা কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।