বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় আমেরিকা। এমনটাই বললেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক ও নৈশভোজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান জানান, বৈঠকে র‌্যাবের কয়েক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া, বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফিরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে ডোনাল্ড লু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে সুপারিশ করা হবে। এছাড়া, ফিলিস্তিনে গণহত্যায় প্রধানমন্ত্রীর উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে। এ ব্যাপারেও সমাধানের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন ডোনাল্ড লু।

পাশাপাশি জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সমস্যা, শ্রম নীতি বিশেষ করে আইএলওর নীতির সাথে চলাসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। তবে, দেশের সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও বিএনপির প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।

এদিকে, নির্বাচনের পরে ডোনাল লুর এই সফর গুরুত্বপূর্ণ বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি সম্পর্ক এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিকেলে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ডোনাল্ড লু।

মঙ্গলবার সকালে শ্রীলঙ্কা থেকে ঢাকায় পা রাখেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অঞ্চলের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন আমেরিকার সরকারের এই কর্মকর্তা। তার এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় প্রাধান্য পাবে।