ডাচ সরকার বাংলাদেশের সঙ্গে পানি সংক্রান্ত খাত ছাড়াও অন্যান্য খাতে সহযোগিতা আরো জোরদারে আগ্রহী বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রদূত জিওক্রে ভ্যান লিউয়েন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জেল হোসেন মিয়া গতকাল (শুক্রবার) ডাচ রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করলে এ কথা জানান তিনি। আজ (শনিবার) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎ এর সময় মুখ্যসচিব উদার সমাজ বিনির্মাণে নারীদের অগ্রগতি এবং বাংলাদেশে কার্যকরী গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকারের দৃঢ় অঞ্জীকার সম্পর্কে ডাচ পক্ষকে অবহিত করেন। এ ছাড়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন এবং মিয়ানমারে সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য ডাচদের সমর্থনের আহ্বান জনান। ডাচ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লিউয়েন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অব্যাহত যাত্রার প্রশংসা করেন এবং নেদারল্যান্ড সফরে ডাচ প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।
সভায় মুখ্যসচিব বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের একটি পাবলিক-প্রাইভেট ডায়ালগ মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাব করেন যাকে ডাচ পক্ষ স্বাগত জানায়। দিনব্যাপী বাংলাদেশ প্রতিনিধিদল ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি বৈঠক করে যেখানে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের পোশাক খাতের প্রতি ইইউ-জিএসপি সুবিধার সম্প্রসারণ, বাংলাদেশে বিভিন্ন খাতে রূপান্তরকরণমূলক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতাসহ বিস্তৃত বিষয় নিয়ে উভয়পক্ষ আলোচনা করে। ব-দ্বীপ পরিকল্পনা (ডেল্টা প্ল্যান ২১০০) বাস্তবায়নে বেসরকারি খাতসহ বাংলাদেশের কৃষির বিভিন্ন খাতে, ডাচ বিনিয়োগে অর্থায়ন সহজতর করতেও আলোচনা হয়।
এ ছাড়া মুখ্যসচিব নেতৃস্থানীয় ডাচ আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশের আইটি খাতকে বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে আইন্দহোভেন-ভিত্তিক ব্রেইনপোর্টের প্রতিনিধিদের সাথেও দেখা করেন।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির এবং মহাসচিব ফারুক আহমেদ নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।