বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, ইউরোপের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকায় ইইউ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় ইইউ এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সাক্ষাতে এই আগ্রহের কথা জানান তিনি। একইসাথে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের রফতানি বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।
হোয়াইটলি বলেন, ইইউ’র সঙ্গে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, কারণ বাংলাদেশ বছরে ইউরোপীয় ইউনিয়নে ২৪ বিলিয়ন ইউরোর বেশি পণ্য রপ্তানি করে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘বতর্মানে ইউরোপিয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বাণিজ্য ২ হাজার ৪শ’ কোটি ইউরোর। এটা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হবার সময়সীমা ২০২৬ সালে শেষ হলেও, ২০২৯ সাল পর্যন্ত স্বল্পোন্নত রাষ্ট্রের সুযোগ সুবিধা দিতে অনুরোধ করেছে বাংলাদেশ।’
ইউরোপিয় ইউনিয়ন রফতানি ও ইমিগ্রেন্টের জন্য বড় বাজার। বাংলাদেশের জন্য কিভাব এই বাজারে অংশগ্রহণ আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী