বাংলাদেশে বিভাজনের রেখা তৈরি করছে দিল্লি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ভারত নিজের দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাংলাদেশে কোনো বিভাজন নেই, বিভাজনের রেখা তৈরি করছে দিল্লি। বাংলাদেশের মানুষ কখনও বিভাজনের চেষ্টা মানেনি। ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, হত্যা, নির্যাতনসহ নানা অপরাধের দায়ে বিচার হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। জনগণ কোন চক্রান্ত সফল হতে দেবে না বলেও দাবি করেন তিনি।
এর আগে প্রেসক্লাবে অপর এক আলোচনা সভায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে। জনগণকে নির্বাচনমুখী করা গেলে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
দেশি-বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করতে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।