বাংলাদেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত রোগি পাওয়া যায়নি বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়- বিএসএমএমইউ। তবে, ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতি নিয়েছে তারা। আজ মঙ্গলবার (২৪শে মে) সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ।
তিনি জানান, বিশ্বে নতুন করে মাঙ্কিপক্স ভাইরাস ছড়ালেও দেশে এখনো আক্রান্ত কোন ব্যক্তি পাওয়া যায়নি। তবে, ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতি নিয়ে রেখেছে সংশ্লিষ্টরা।
সোমবার বিকেলে বিএসএমএমইউতে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওইদিনই বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, ডা. আসিফ ও ডা. সরওয়ার জাহান নামে দুই চিকিৎসক নিজেদের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন যে বিএসএমএমইউতে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।
কর্তৃপক্ষ দাবি করে, দুই চিকিৎসক সঠিক তথ্য দেননি। হাসপাতালে এ ধরনের কোনো রোগী শনাক্ত হয়নি। এটা গুজব। দুই চিকিৎসককে চিহ্নিতকরণে তারা কাজ শুরু করেছেন বলেও জানান।
জানা যায়, নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদের বরাত দিয়ে ফেসবুকে এমন গুজব ছড়ানো হয়। এরপর বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি ছড়িয়ে যায়।
ডা. আসিফ ওয়াহিদ বঙ্গবন্ধু মেডিক্যালের ইউরোলজি বিভাগের চলতি বছরের মার্চে ভর্তিকৃত রেসিডেন্ট।