বাংলাদেশে শাখা খোলার আগ্রহ দেখিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান ‘এসবার ব্যাংক’। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ করতে ও ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন চালু করতে বাংলাদেশে শাখা খুলতে চায় তারা।
বৃহস্পতিবার (২০শে জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শাখা খোলার বিষয়ে এসবার ব্যাংক কর্তৃপক্ষ এরই মধ্যে বাংলাদেশে ব্যাংকের সঙ্গে দুবার আলোচনায় বসেছে।
বাংলাদেশে শাখা খুলতে এসবার ব্যাংক ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। গেল বুধবার এ নিয়ে বাংলাদেশি একটি নিউজপোর্টালে সংবাদ ছাপা হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেন আক্রমণ করে। এর পর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে। গেল মাসে অস্ট্রিয়ান সাবসিডিয়ারি বিক্রির মধ্য দিয়ে ইউরোপের বাজার থেকে ব্যাংকটিকে প্রত্যাহার করা হয়। এসবার ব্যাংক এখন নিষেধাজ্ঞা পরিস্থিতি কাটিয়ে উঠতে চাচ্ছে।
অনেক রাশিয়ান কোম্পানির মতো এসবার ব্যাংক এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এই অঞ্চলে এটি নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছে।
এসবার ব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেন, তাদের ব্যাংক বাংলাদেশে ব্যবসা করা রাশিয়ার ক্লায়েন্টদের অনুরোধে ব্যাংকিং পরিষেবা দিতে সম্ভাবনা ও ছক অনুসন্ধান করছে।
রাশিয়া এখন ডলারের বিকল্প খুঁজছে। এই পরিস্থিতিতে ইতোমধ্যে এসবার ব্যাংকের একটি প্রতিনিধিদল বাংলাদেশে শাখা খোলার আলোচনার জন্য দেশটিতে সফর করেছে।