বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামসুল হক চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাবিলাসদ্বীপ ইউনিয়ন সনাতনী সমাজের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সামসুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসলে দেশের উন্নয়ন থমকে যাবে, মানুষ অধিকার হারাবে। বিরোধীরা দেশকে সিরিয়া, আফগানিস্তান বানাবে, দেশ ধ্বংস করে দেবে।

নিজের স্বার্থ ও স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।