বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। আর এই সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশের জনগণকেই এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (৩১শে মে) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন। এসময় ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।
পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন প্রয়োজন। এদেশের মানুষই তা ঠিক করবে। মানুষ ভয়-ভীতিহীনভাবে ভোট দিতে যাবে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ভয়-ভীতিহীন সাংবাদিকতা সম্পর্কে যুক্তরাষ্ট্র সবসময় উৎসাহ দিয়ে থাকে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আগামী ৫০ বছরে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করে যাবে, যেভাবে গত ৫০ বছর কাজ করে গেছে’।


 
	









