ফিফা প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছে স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল। রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১৫৭ র‍্যাঙ্কিংয়ে থাকা শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। যেখানে দুই দলের কেউই গোল করতে পারেনি, ফলে গোলশূন্য ড্র’তেই শেষ হয় প্রথম প্রীতি ম্যাচ।

ম্যাচের প্রথম বড় সুযোগটা বাংলাদেশের সামনে। ২২তম মিনিটে শেখ মোরসালিনের বাড়ানো বল প্রতিপক্ষ বক্সে অনেকটা ফাঁকায় পেয়েও কাজে লাগাতে পারেনি রাকিব হোসেন।  মিনিট তিনেক পরেই আফগানরা কাউন্টার অ্যাটাক করে। কাউন্টার অ্যাটাকটি গোল হয়ে যাচ্ছিল প্রায়। আফগাদের শট তারিক কাজীর পায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। গোলরক্ষক জিকো ছিলেন নিরুপায়।

২৯ মিনিটে বাংলাদেশ দ্রুত গতির কাউন্টার অ্যাটাক করে। আফগান গোলরক্ষক ফয়সাল আহমেদ বক্সের অনেক সামনে এগিয়ে আসেন কয়েক বারই। এই যাত্রায় তিনি অনেক সামনে ছিলেন। বাংলাদেশের ফরোয়ার্ড শেখ মোরসালিন বল নিয়ন্ত্রণও নেন। এরপরও গোল পায়নি শেষ পর্যন্ত। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় কেউই গোলের দেখা পায়নি। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। বাংলাদেশের ফুটবলে এই প্রথম কোনো ক্লাব তাদের মাঠে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করে ইতিহাস গড়েছে। ঐতিহাসিক এই দিনে শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিয়ে নিজের জাত চেনাল জামাল ভুঁইয়ার দল।