বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ১৬টি খাতে উন্নয়নে সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বুধবার (১৬ই নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণায়ে এ চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং সিঙ্গাপুরের বানিজ্য ও শিল্পমন্ত্রী এস ঈশ্বরণ।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং সফররত সিঙ্গাপুরের শিল্পমন্ত্রী এস ইসওয়ারান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এতে প্রাথমিকভাবে ১৬টি খাত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্যে আলোচনা পরিচালনার কৌশল গ্রহণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
সমঝোতা সইয়ের পর সাংবাদিক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি বাণিজ্য সম্ভাবনাময় এলাকা। পণ্য, সেবা ও বিনিয়োগ খাতেও সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে উভয় দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা যায় শিগগিরই নেগোসিয়েশন শুরু করা সম্ভব হবে।
এ সময় সিঙ্গাপুরের শিল্পমন্ত্রী এস ইসওয়ারান বলেন, উভয় দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠছে। বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির জন্য এ বিমানবন্দর খুবই সহায়ক হবে। আইসিটি খাতে সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে কাজ করবে। বাংলাদেশের পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আর্ন্তজাতিক অঙ্গনে প্রচারণা বৃদ্ধি করতে পারে। বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।
সমঝোতায় প্রাথমিকভাবে গুরুত্ব পাওয়া ১৬টি খাতের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, বস্ত্র ও পোশাক, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা, হালকা প্রকৌশল চামড়া ও চামড়া জাত পণ্য, দক্ষতা উন্নয়ন, ট্রান্সপোর্ট, লজিস্টিক, ডিজিটাল অর্থনীতি এবং শিক্ষা সেবা।