তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে সফর করবে টাইগাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে। আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। । ৫ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৭ ও ১০ আগস্ট। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে।

একনজরে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি-

১ম টি-টোয়েন্টি- ৩০ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
২য় টি-টোয়েন্টি- ৩১ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
৩য় টি-টোয়েন্টি- ২ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা

১ম ওয়ানডে- ৫ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
২য় ওয়ানডে- ৭ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
৩য় ওয়ানডে- ১০ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫।