বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সরে প্রায় ৭০ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে অনুমোদন দিয়েছে ইতালি সরকার। ২২ ডিসেম্বর দেশটির মন্ত্রিসভা এ অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এ সংক্রান্ত বিলে সই করেন।

অনুমোদনের ফলে বাংলাদেশসহ ৩২টি দেশ থেকে বিভিন্ন সেক্টরে মৌসুমি ও অ-মৌসুমিসহ অন্যান্য ভিসায় মোট ৬৯ হাজার ৭০০ শ্রমিক বৈধভাবে ইতালিতে এসে কাজ করতে পারবে।

৩২টি দেশের মধ্যে রয়েছে, আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া-হার্জেগোভিনা, কোরিয়া (কোরিয়া প্রজাতন্ত্র), আইভরি কোস্ট, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, গুয়াতেমালা, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিসিয়া ও ইউক্রেন।

কৃষি ছাড়াও মালামাল পরিবহন, ট্যুরিজম, পর্যটন হোটেল, নির্মাণ কাজের জন্য শ্রমিকরা ইতালি এসে কাজ করতে পারবে। তবে শ্রমিক নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত গেজেট হয়নি। কবে থেকে আবেদন জমা নেওয়া হবে, তা জানা যায়নি। স্থানীয়রা বলছেন, শিগগিরই চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।