ঘরের মাটিতে সফরকারি ভারত ক্রিকেট দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। রূদ্ধশ্বাস এই জয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রাষ্ট্রপতি আবদুল হামিদ এক বার্তায় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। ভবিষ্যতেও বাংলাদেশ দলের এমন সাফল্য কামনা করেন তিনি।

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের সিরিজ জয়ে ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এই বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৭ই ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে পরপর দুটি ম্যাচ জিতে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।