প্রায় দুই দশক ধরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলের কোচিং করিয়ে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলেও সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমদের গুরু ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে সবচেয়ে সফল এই কোচের জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলেছে অনেক। তবে বিভিন্ন কারণে বোর্ডের সঙ্গে তার ব্যাটে-বলে মিলছিল না। অবশেষে দুই পক্ষ এবার চুক্তি করল।

মঙ্গলবার (৫ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সালাহউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, মোহাম্মদ সালাউদ্দিন একজন অত্যন্ত অভিজ্ঞ কোচ। ২০০৬-২০১০ পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এরপর বিভিন্ন সময় দেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সফল কোচ হিসেবে তিনি বেশ পরিচিত। সালাউদ্দিনের অধীনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাধিক শিরোপা লাভ করেছে। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগেও তার কোচিংয়ে বেশ কয়েকবার শিরোপা জিতেছে ক্লাবগুলো।

বিসিবি প্রধান ফারুক আহমেদ মোহাম্মদ সালাউদ্দিনের নিয়োগ প্রসঙ্গে বলেন, “আমি যখনই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি, তখন থেকেই আমি শপথ নিয়েছি যে যোগ্য লোকদের জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হবে। সালাউদ্দিনের অভিজ্ঞতা, বেড়ে ওঠার পরিবেশ এবং জ্ঞান তাকে এই পজিশনের জন্য উপযুক্ত করে তুলেছে। আমি বিশ্বাস করি, এটি সময়ের দাবী যে যোগ্য বাংলাদেশি কোচদের জাতীয় দলের সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক।”

মোহাম্মদ সালাউদ্দিনের বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্তি, দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। তার অভিজ্ঞতা এবং গভীর ক্রিকেট জ্ঞানের ফলে, জাতীয় দলের বিভিন্ন ক্রিকেটারদের উন্নতির জন্য অনেক সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।