বাংলাদেশ যে ধর্মান্ধ রাষ্ট্র নয়, তা সারা পৃথিবীতে প্রমাণ করতে সক্ষম হয়েছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৪ জুলাই) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের কঠিন পরিস্থিতি মোকাবিলায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) গঠন করা হয়। বাংলাদেশ যে ধর্মান্ধ রাষ্ট্র নয় বলেই সিরিয়া, ইরাক বা আফগানিস্তানে পরিণত হয়নি। তবে উস্কানি দিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।

আসাদুজ্জামান খান বলেন, আইএস নাম দিয়ে বাংলাদেশকে অচল করার চেষ্টা হয়েছিল। শোলাকিয়ায় ঈদগাহে হামলা হলো। ক্রমাগতভাবে হামলা হতে থাকলো। এর মধ্যেই হলি আর্টিসানে হামলা হলো। সারা পৃথিবীর মানুষ বিশেষ করে আমেরিকা বলেছিল, বাংলাদেশ শেষ হয়ে গেছে। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখানো ও প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের সে চেষ্টা এখনো অব্যাহত আছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার সঙ্গে তা মোকাবিলাও করছে। বিশ্বব্যাপী ইসলামকে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ধর্ম হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা চলছে। তবে সেটি বাংলাদেশে সম্ভব হয়নি।

বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ নেই। দেশের কৃষক-শ্রমিক, সাধারণ জনগণ, আলেম-ওলামা, মসজিদের ইমাম ও শিক্ষকদের সহযোগিতা এবং সমর্থনে জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আমাদের পুলিশ বাহিনী জীবন বাজি রেখে জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। অনেক পুলিশ সদস্য শাহাদাত বরণ করেছেন।

তিনি বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে বিনা কারণে গাছের ডাল ভাঙ্গারও বিধান নেই। সেখানে মানুষ হত্যার তো প্রশ্নই আসে না। কিন্তু জিহাদের নামে যারা মানুষ হত্যা করছে, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’শীর্ষক গ্রন্থটি শুধু বাংলা নয়, সব ভাষাতেই সম্পাদিত করা হোক। তাহলে আমাদের ছেলে-মেয়েরা বুঝতে পারবে, ইসলাম শান্তির ধর্ম।

ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ শীর্ষক ২৩৬ পৃষ্ঠার একটি বই প্রকাশ করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। উগ্রতা বন্ধে যেখানে ৪৪টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট আলেমরা।

বইটির সম্পাদনা পর্ষদের প্রধান ও শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ সন্ত্রাস তথা জঙ্গিবাদকে সামাজিক ব্যাধি হিসেবে আখ্যা দেন।  এসময় ওয়াজমাহফিলগুলোতে জঙ্গিবাদ নিয়ে কোনো কথা না বলায় আলেম সমাজের সমালোচনা করেন পুলিশ প্রধান বেনজির আহমেদ।

আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সফল। তবে, আলেম সমাজ এ বিষয়ে চুপ থাকায় জঙ্গিবাদ মাথাচাড়া দেয়ার সুযোগ তৈরি হতে পারে।