বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উপমহাদেশের জন্য একটি মডেল সম্পর্ক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। বুধবার (১৫ই নভেম্বর) লন্ডনে ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘হাউ অ্যা বিলিয়ন পিপল সি দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিক লিওনেল বারবারের সঞ্চালনায় লন্ডনের ওভারসিস লিগ ক্লাবে ওই আলোচনায় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের কথা বলতে গিয়ে এস জয়শংকর বলেন, ‘আজ আমাদের সম্পর্ক ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক সহযোগিতা-সুবিধার ক্ষেত্রে একটি মডেল সম্পর্ক হিসেবে দাঁড়িয়েছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পূর্ণগঠনের চেষ্টাকরেছেন। তবে অবশ্যই এটা একতরফাভাবে কিছু নয়।

সাইদা মুনা তাসনিমের প্রশ্নটি ছিল- ভারতের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? বিশেষ করে দেশটির নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ ও সমৃদ্ধি বিনিময়ের ক্ষেত্রে।

jayshankar_2

উত্তরে জয়শঙ্কর দুই দেশের আঞ্চলিক বিরোধ নিরসনে সাম্প্রতিক সময়ের সীমানা বিরোধ নিষ্পত্তির কথা উল্লেখ করে বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের সমুদ্রসীমা বিরোধের মীমাংসা করেছি, যা একটি বিশাল ব্যাপার। আমাদের স্থলসীমা নিয়ে মতবিরোধ ছিল, সেটাও আমরা মীমাংসা করেছি। দুই দেশের সীমানা নিয়ে এসব বিরোধ নিরসন অন্যান্য দেশ ও অঞ্চলের জন্য একটি ভালো উদাহরণ।’

এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী দুইটি রেল প্রকল্পের কথা উল্লেখ করে এস জয়শঙ্কর বলেন, গত দশ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী দুইটি রেললাইনের উদ্বোধন হয়েছে। একটি বিদ্যুৎকেন্দ্রও উদ্বোধন হয়েছে। আমরা আমাদের উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগের জন্য বাংলাদেশের বন্দর ব্যবহার করছি। এ বন্দর দিয়ে বেশি যানবাহন আসায় তারা উপকৃত হচ্ছে।

‘তাই বলা যায়, আজ ভারত-বাংলাদেশ সম্পর্ক এ উপমহাদেশে আঞ্চলিক সহযোগিতা ও সুবিধার ক্ষেত্রে একটি মডেল সম্পর্ক হিসেবে দাঁড়িয়েছে’, বলেন জয়শঙ্কর।

আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির কথা তুলে ধরে বর্তমান অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো, ১৯৭১ সালে যে এলাকা অর্থনৈতিকভাবে অনেক পশ্চাৎপদ ছিল, সে এলাকাই বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে অনেক ভালো করেছে।

গত রোববার পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেন গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটেনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যেই তার এ সফর।