সিলেটে বন্যার কারণে বাংলাদেশ ও মালয়েশিয়া নারী ফুটবল দলের দু’টি প্রীতি ম্যাচের ভেন্যু পরির্বতন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিলেটে মাঠ খেলার অনুপযোগী হয়ে যাওয়ায় ম্যাচ দু’টি ঢাকার কমলাপুর স্টেডিয়ামে হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
তবে ভেন্যু পরিবর্তন হলেও তারিখ পরিবর্তন হয়নি। আগামী ২৩ ও ২৬শে জুন ম্যাচ দু’টি মাঠে গড়াবে।
এর আগে আজ সকালে বাফুফে নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘সিলেটে বন্যা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আজ (শুক্রবার) বা কাল (শনিবার) সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
অপেক্ষা করলেও সিলেটে ম্যাচ আয়োজনের সম্ভাবনা দেখছিলেন না কিরণ, ‘তবে অবস্থা যা মনে হচ্ছে তাতে করে সিলেটে ম্যাচ আয়োজন আপাতত সম্ভব নয়। আমরা বিকল্প হিসেবে কমলাপুর স্টেডিয়ামে খেলা আয়োজন করবো।’