প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে। বুধবার (১৮ই অক্টোবর) সন্ধ্যায় গণভবনে ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সন্ধ্যা ৭টায় গণভবনে এ বৈঠক শুরু হয়।

এদিকে, ফিলিস্তিনে বোমা হামলায় আহতদের জরুরিভিত্তিতে চিকিৎসাসেবা দিতে ও ওষুধ পাঠাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ফোন করে এ নির্দেশনা দেন তিনি। এ বিষয়ে দ্রত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।