বাজে ব্যাটিংয়ে দুইশ রানও পেরোতে পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কার রেকর্ড ৫৩১ রানের জবাবে টাইগার ব্যাটাররা গুটিয়ে গেছে মোটে ১৭৮ রানে। এখন চাইলে স্বাগতিকের ফলো-অনে ফেলতে পারবে সফরকারী শ্রীলঙ্কা।
এ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজেই তিন ইনিংসেই দুইশোর কম রানে গুটিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। ওপেনার জাকির হাসান ছাড়া সবাই হয়েছেন ব্যর্থ। বরাবরের মতোই টেস্ট মেজাজে খেলেছেন মুমিনুল। কিন্তু অপরপাশে তাকে সঙ্গ দেওয়ার মতো ছিল না কেউই।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১ উইকেটে ৫৫ রান নিয়ে শুরু করেছিলো রানের যাত্রা। ওপেনার জাকির হাসান ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম সতর্কতার সাথে শুরু করেছিলেন।
কিন্তু হঠাৎই ধৈর্য্য হারিয়ে ফেলেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। ওপেনার জাকির হাসান আউট হন হাফ সেঞ্চুরি করে ব্যক্তিগত ৫৪ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও উইকেটে বেশি সময় টিকতে পারেননি। দ্রুত আউট হয়ে দলকে বিপদে ফেলে আসেন। শান্ত করেন মাত্র ১ রান। এর আগে প্রথম ইনিংসে সফরকারী শ্রীলঙ্কা অলআউট হয় ৫৩১ রান করে।