একটা সময় মনে হয়েছিল লিডও নিতে পারে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় যেভাবে সাবলীল ব্যাটিং করছিলেন, তাতে আশা জাগানো অস্বাভাবিক ছিল না। কিন্তু বাংলাদেশ ৩০০ রানও করতে পারলো না। প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হয়ে গেছে। ফলে প্রথম ইনিংসে ৩৬৭ রান করা দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৬৯ রানের লিড।

আজ (শনিবার) ডারবান টেস্টের তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশন বাংলাদেশের পারফরম্যান্স দুর্দান্ত হলেও চা বিরতির পরপরই শেষ হয়ে যায় ইনিংস। চা বিরতির পর ৯ ওভারেই শেষ ৩ উইকেট হারায় সফরকারীরা।