প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা ভাষা সঠিকভাবে বলতে শিখতে হবে, একই সঙ্গে বিশ্বায়নের যুগে অন্য ভাষাও জানতে হবে। তিনি বলেন আওয়ামী লীগ সরকারই প্রথম ২১শে ফেব্র“য়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয়।
আজ (বুধবার) বিকেলে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জোট সরকার উৎখাতের নানা ষড়যন্ত্র করছে। তবে কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। জনগণ অনেক সচেতন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (বুধবার) আওয়মী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত না হলে ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান মুছে ফেলা হত। ভিনদেশী ভাষার উচ্চারণে বাংলা ব্যবহারে ক্ষোভ জানান তিনি।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে তাদের হাতে দেশ নিরাপদ নয়। জনগণ আর কখনোই তাদের ক্ষমতায় নেবে না।
সরকার প্রধান বলেন, উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরতে পারলে নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হতে কোন সমস্যা হবে না।
বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র আর নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।