বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৮ টি মহিষের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত খামারের মাঠ ও শেডে এ মহিষগুলোর মৃত্যু হয়। এছাড়া কেন্দ্রে আরও দুটি মহিষ অসুস্থ অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষের দাবি, খাদ্যে বিষক্রিয়ায় মহিষগুলোর মৃত্যু হতে পারে।
প্রত্যক্ষদর্শী ও খামার কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মত সকালে ঘাস খাওয়ানোর জন্য খামারের ভেতরে লেকের পুকুরের কাছে মাঠে পূর্ণ বয়স্ক মহিষগুলোকে নেয়া হয়। এর কিছুক্ষণ পরে ছটফট করতে করতে কয়েকটি মহিষ মারা যায়। এরপর অন্য মহিষগুলোকে শেডে নেয়া হয়। পরে ১৮টি মহিষের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, খামারের ভেতরের পুকুরের কিছু কর্মচারী মাছ চাষ করে। ওই মাছের জন্য রাখা পঁচা খাবার খেয়ে মহিষগুলো মারা গেছে। মহিষ প্রজনন খামারের কর্মী আক্তার হোসেন জানান, কয়েকটি মহিষ মারা যাওয়ার পর বাগেরহাট জেলার ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনোহর চন্দ্র মন্ডলের নেতৃত্বে কয়েকটি মহিষের ময়নাতদন্ত করা হয়েছে। এছাড়া মহিষগুলোর প্রয়োজনীয় অঙ্গ পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে নেয়া হয়েছে।
বাগেরহাট জেলার ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনোহর চন্দ্র মন্ডল জানান, মারা যাওয়া মহিষগুলোর বিভিন্ন অর্গান নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা শেষে মৃত্যুর কারণ জানা যায়নি।