বাগেরহাটের শরণখোলা উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক নারী ও তার শিশুকন্যাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন‒ উত্তর রাজাপুর গ্রামের পাপিয়া আক্তার (৩৮) ও তার মেয়ে ছাওদা জেনি (৬)। পাপিয়া আক্তার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী। তিনি ধানসাগর এলাকার মো. আবদুল হোসেন খলিফার মেয়ে।

জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা পরিদর্শক বাবুল আক্তার জানান, নিহত পাপিয়ার স্বামী জাফর হাওলাদার জীবন জীবিকার তাগিদে ঢাকায় ও ছেলে জিহাদ (১৫) পিরোজপুরের মঠবাড়িয়াতে একটি দোকানে কাজ করেন। মেয়েকে নিয়ে পাপিয়া ওই বাড়িতে থাকতেন।

সন্ধ্যায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মা ও শিশুটিকে আঘাত করতে থাকে। এসময় শিশুটি আহত অবস্থায় তার চাচা আবু তালেব টুকুর বাড়িতে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর শিশু সাওদা মারা যায়। এ সময় প্রতিবেশীরা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

এদিকে খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি একরাম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।