কমেছে সয়াবিন তেলের দাম। রাজধানীর খুচরা বাজারে নির্ধারিত নতুন দামেই বিক্রি হচ্ছে বোতলজাত ও খোলা সয়াবিন তেল। এতে কিছুটা স্বস্তি ফিরলেও আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম আরও কমানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। গত রোববার বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা করা হয়। এদিকে, তেলের দাম কমলেও বেড়েছে জিরা, লবণ ও প্যাকেটজাত দুধের দাম।

সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবার কাঁচাবাজারে বাড়ে ক্রেতাদের চাপ। ছুটির দিন থাকায় এদিন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বাজার করতে আসেন। এদিন রাজধানীর বাজার ঘুরে দেখা গেলো কমেছে সয়াবিন তেলের দাম।  ব্যবসায়ীরা বলছেন, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে তেল। তবে ক্রেতারা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম নিয়মিত কমছে। এর সাথে যেন সমন্বয় রাখা হয়।

নতুন দাম কার্যকর হয়েছে কিনা বিষয়টি মনিটর করতে শুক্রবার রাজধানীর কাওরানবাজারে যায় ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম। এদিকে, তেলের দাম কমলেও বেড়েছে জিরা, লবণ ও প্যাকেটজাত দুধের দাম। কেজি প্রতি জিরা ৩০ টাকা, প্যাকেটজাত দুধ ৩০ টাকা ও লবণ ৫ টাকা বেড়েছে।