বাজারে হঠাৎ করে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। ৫ লিটারের বোতল মিলছে না দোকানগুলোতে। খুচরা বিক্রেতাদের দাবি, বেশ কয়েকদিন ধরে চাহিদা দিয়েও তেল পাচ্ছেন না তারা। খোলা তেলের দাম বেশি হওয়ায় কোম্পানিগুলো বোতলজাত তেল সরবরাহ করছে না বলে অভিযোগ তাদের। ফরে ক্রেতারা ফিরছেন খালি হাতে। এদিকে, বাজারে মিনিকেট চালের দাম বেড়েছে। শীতের শাক-সবজির দাম এখনও নাগালের বাইরে।

কোন কারণ ছাড়া হঠাৎ হঠাৎ পণ্যের সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেয়া দেশে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন নতুন করে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। যাও পাওয়া যায় তাতেও অনেক দোকানদার দাম বেশি নিচ্ছে।

সরবরাহ বাড়লেও শীতের সবজির বাজারে স্বস্তি ফেরেনি এখনো। ৫০ টাকার নিচে মিলছেনা কোন সবজি। আলুর বাজারও বেশ চড়া। বিক্রেতারা শিগগিরই সবজির দাম কমে আসবে।

নতুন চাল আসতে শুরু করায় কিছুটা কমেছে নতুন চালের দাম। তবে মিনিকেট চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ছিল বাজার নিয়ন্ত্রণে আসবে। তবে সে আশা নিরাশায় পরিণত করে বেশিরভাগ পণ্যের দাম বাড়তি। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কঠোর উদ্যোগের দাবি ক্রেতাদের।