রমজান মাসে নিত্যপণ্য ও সবজী পরিবহনে সড়ক মহাসড়কে যাতে চাঁদাবাজি না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাজার নিয়ন্ত্রণে নজরদারী জোরদার করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
আজ রবিবার (১৯শে মার্চ) সকালে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠকে এসব কথা বলেন টিপু মুনশি।
রমজান মাসে ভোজ্য তেলের দাম বাড়বে না জানিয়ে, আতংকিত হয়ে পণ্য না কিনতে সবার প্রতি আহবান জানান তিনি। রমজানের প্রথম সপ্তাহে চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে, মাংসের দাম নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।