আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করছি বলেই এই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ছাড়া পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আদায়ের বিষয়ে অন্য কোন নেতা কথা বলিনি। তারা তাদের ক্ষমতা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে।

তিনি বলেন, পশ্চিম পাকিস্তান আমাদের দেশের মানুষের উপর যে বঞ্চনা করেছেন, সে বঞ্চনা থেকে মুক্ত করতেই ছয় দফা দেয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা ক্ষমতা দখল করে রাখার দিকেই সবচেয়ে বেশি মনোযোগী ছিল। তাদের হৃদয়ে ছিল ওই পাকিস্তানি মনোভাব।