ভারতীয় সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেলার মৃতদেহ নিজ বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদে তার বানজারা হিলসের অ্যাপার্টমেন্টের টয়লেটে মৃতদেহ পাওয়া গেছে ।

বানজারা হিলসে একটি ফ্যাশন স্টুডিও চালাতেন তিনি। যার প্রতিষ্ঠাতাও তিনি। ফ্যাশন স্টুডিও
ক্রেতারা ছিলেন টলিউড, বলিউড এবং অন্যান্য সেক্টরের শীর্ষ ব্যক্তিত্ব।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয় অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

৩৫ বছর বয়সী প্রত্যুষার মরদেহ উদ্ধারের সময় তার ঘর থেকে কার্বন মনোক্সাইডের বোতল উদ্ধার করে পুলিশ। কার্বন মনোক্সাইড খেয়েই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। ভারতীয় ইন্ডাস্ট্রির বলিউড ও দক্ষিনী ক্ষেত্রে বেশ জনপ্রিয় ছিলেন প্রত্যুষা। ২০১৩ থেকে তাঁর কাজের জনপ্রিয়তা বেড়েছিল। কাজল, মাধুরী দীক্ষিত, সানিয়া মির্জা, জুহি চাওলা সহ একাধিক অভিনেত্রীদের প্রত্যুষার ডিজাইন করা পোষাকে দেখা গেছে।

একের পর এক শিল্পীর আত্মঘাতীর ঘটনায় শোকের ছায়া পড়ছে শিল্পীমহলে। প্রত্যুষার মৃত্যুতে অন্যতম এক অভিভাবক ছাড়া হলো ফ্যাশন জগৎ। এদিন বানজারা ফ্ল্যাটে দীর্ঘক্ষণ প্রত্যুষার কোনো সাড়া শব্দ না পেয়ে নিরাপত্তারক্ষীরা স্থানীয় থানায় যোগাযোগ করেন। এরপর পুলিশ এসে ওই তরুণীর দেহ উদ্ধার করেন তাঁর ঘরের বাথরুম থেকে।

এরপর মৃত্যুর খবর দেওয়া হয় প্রত্যুষার বাড়ির লোককে। মৃত্যু প্রসঙ্গে প্রত্যুষার বন্ধুরা জানিয়েছে, বেশ অনেকদিন ধরেই অবসাদে ভুগছিলেন প্রত্যুষা। বিষয়টির দিকে নজর রেখেছে পুলিশ। হায়দ্রাবাদের একটি হাসপাতালে প্রত্যুষার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।