বান্দরবানের রুমা ও রোয়াংছড়ির পর এবার নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানচি ও আলিকদম উপজেলায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আজ রোববার (২৩শে অক্টোবর) বিকালে জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে জেলার রুমা ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার আলীকদম ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হবে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোববার (২৩শে অক্টোবর) থেকে আগামী রোববার (৩০শে অক্টোবর) পর্যন্ত ওই দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের নিরুৎসাহিত করার পর এখন আলীকদম ও থানচি উপজেলায় নতুন করে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পরবর্তী কোনও নির্দেশনা পাওয়া না গেলে আলীকদম ও থানচি উপজেলাতে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকবে।