বান্দরবানের রুমা উপজেলায় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এতে ১৩ জন আহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) উপজেলার বগা লেক এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার পর্যটন স্পট বগালেক সড়কে দু’টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন পাহাড়ি নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা।
এসময় ট্রাকে থাকা আরও ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলা বাগান এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রুমা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু বলেন, রুমায় সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।
রুমা উপজেলা নির্বাহী অফিসার মামুন শিবলী জানান, রুমা বগালেক থেকে আসার সময় দু’টি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো ১২ জন। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে আরো ২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৫ জন নারী ও ১ জন পুরুষ।