বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়ন থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার) বিকেলে পাইক্ষ্যং পাড়া থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল থেকে পাইক্ষ্যং পাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে ৩জনের মরদেহ পাওয়া যায়।  পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।

নিহতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) ও দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।

রোয়াংছড়ি থানা পুলিশ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা কোন সংগঠনের তা নিশ্চিত করা যায়নি।ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, আর আগে ৭ এপ্রিল রোয়াংছড়ির খামতাং এলাকা থেকে কুকিচিনের ৮ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।