বান্দরবানে ছোট্ট মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে দশ হাজার টাকা জরিমানা এবং অপরাধের সাক্ষ্য-প্রমাণ অপসারণ করায় ৭বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ শে সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।

আদালতের সুত্রে জানা যায়, মামলায় ৫ আসামীর মধ্যে ১জন পুলিশের হেফাজতে রয়েছে। বাকী ৪  আসামী পলাতক। দন্ডপ্রাপ্ত আসামিরা হল উচিংনু মার্মা (২২), উবাচিং মার্মা (৩০), চিং নু মং (২৩), মং নু মং (৫০) ও মং থু মারমা।

প্রসঙ্গত, ছোট্ট মিয়া চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দিয়াকুল এলাকার মৃত আনু মিয়ার পুত্র। ২০০৭ সালে তিনি গরু কেনার বায়না হিসেবে আসামি উচিংনু মার্মাকে ২ হাজার টাকা প্রদান করেন। পরে বাকী টাকা নিয়ে গরু আনতে গেলে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার হানসামাপাড়া বাজার থেকে নিখোঁজ হন।

পরে পুলিশ উচিংনু মার্মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ছোট্ট মিয়াকে খুন করা হয়েছে। সে কয়েকজনের সহযোগিতায় দা দিয়ে ছোট্ট মিয়ার গলা কেটে খুন করে মাটিচাপা দিয়ে রেখেছে। পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ভিকটিম ছোট্ট মিয়ার মরদেহ উদ্ধার করে। ১৫ বছর শুনানি শেষে মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।