বান্দরবানে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট, কেএনএফের দুই সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলার শ্যারনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শ্যারনপাড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কেএনএফের সদস্য। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এর আগে যৌথ বাহিনীর অভিযানে ১৯শে মে রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী ডেবাছড়া এলাকায় তিন জন, ৭ই মে রুমা উপজেলার দুর্গম দার্জিলিংপাড়ায় একজন, ২৮ এপ্রিল রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নে ২ জন, ২২শে এপ্রিল রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়ায় একজন কেএনএফ সশস্ত্র সদস্য মারা যায়।

ঘটনাস্থল থেকে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণে অস্ত্র-গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।